Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
নতুন ভোটার হওয়ার জন্য https://services.nidw.gov.bd ঠিকানায় অনলাই আবেদন পূরণ করুন
বিস্তারিত

নতুন ভোটার হওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র।

1। নতুন ভোটার হওয়ার জন্য https://services.nidw.gov.bd ঠিকানায় অনলাই আবেদন পূরণ করুন

2। আবেদন প্রক্রিয়াটি যথাযথ সম্পন্ন হলে নির্ধারিত ফরমটি ডাউনলোড করে উভয় পৃষ্ঠা প্রিন্ট করুন

3। প্রিন্টকৃত ফরম 2/3 এর 34নং ক্রমিকে শনাক্তকারীর জায়গায় নিকটাত্মীয় (পিতা/মাতা/ভাই/বোন) এর এনআইডি নম্বর ও স্বাক্ষর

4। প্রিন্টকৃত ফরম 2/3 এর 40নং ক্রমিকে যাচাইকারীর জায়গায় জনপ্রতিনিধির এর এনআইডি নম্বর ও সীলসহ স্বাক্ষর নিশ্চিত করুন

5। অন লাইন জন্ম নিবন্ধন সনদপত্রের ফটোকপি।

6। পিতা- মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ।

7। শিক্ষাগত যোগ্যতার ফটোকপি  (প্রযোজ্য ক্ষেত্রে)

8। স্বামী/ স্ত্রীর এনআইডির ফটোকপি (প্রযোজ্য ক্ষেত্রে)

9। বিবাহের কাবিননামা (প্রযোজ্য ক্ষেত্রে)

10। পাসপোর্ট এর ফটোকপি (প্রযোজ্য ক্ষেত্রে)

11। নাগরিকত্ব সনদ

12। ইতো:পূর্বে কখন’ই ভোটার হয়নি মর্মে স্মারক নম্বরসহ

      চেয়ারম্যান কর্তৃক প্রত্যয়ন 

13। রক্তের গ্রুফ পরীক্ষার প্রতিবেদন

14। বিদ্যুৎ বিলের কপি |                15| ইউনিয়ন ট্যাক্সের রশীদ

ডাউনলোড
প্রকাশের তারিখ
08/10/2024
আর্কাইভ তারিখ
01/02/2025